আদর্শ মান বহির্ভূত ঔষধ বিক্রয়, অনুমোদন বিহীন ঔষধ সংরক্ষণ, নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ না রাখা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের কারণে চট্টগ্রামের আনোয়ারায় ৩টি ফার্মেসীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার,২২ সেপ্টেম্বর বিকালে উপজেলার আনোয়ারা সদর কলেজ রোডে দত্ত ফার্মেসী,আল রহমান ড্রাগ হাউস ও টিটি মেডিসিন সেন্টার ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী,
ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম এর সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ।এসময় ৩ ফার্মেসীকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার তানভীর হাসান চৌধুরী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঔষধ বিক্রয়ে ত্রুটি পাওয়ায় ৩ ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।