অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে, এই শ্লোগান কে ধারণ করে সাড়া দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চাকুরী সুনির্দিষ্ট নীতিমালা সহ ৫ দফা দাবি আদায়ে কর্ম বিরতি প্রতিবাদী মানব বন্ধন ও সমাবেশ সহ র্যালি অনুষ্ঠিত হয়েছে ১৯ অক্টোবর সোমবার সকাল ১১ টায় শিবদিঘি যাত্রী ছাউনি মোড়ে। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভস এসোসিয়েশন(ফারিয়া)আয়োজনে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বর ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় রানীশংকৈল ফারিয়ার সভাপতি ধনহরি বর্মন এর সভাপতিত্বে সমাবেশে উপস্তিত ছিলেন সহ-সভাপতি মোঃ হায়দার আলী,
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন উপদেষ্টা মণ্ডলী মোঃ মাহফুজুর রহমান সহ সকল ওষুধ কোম্পানির প্রতিনিধি (রিপ্রেজেন্ন্টেটিভ)গণ। এসময় তারা সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি জানায় সরকারের কাছে দাবি সমুহ, ১ সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, ২ বর্তমান মূল্যস্ফীতির সাথে সমঞ্জস্য রেখে টি এ ডিএ ও অনান্য ভাতাদি প্রদান,৩ চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রদান,৪ বাংলাদেশ ফার্মাসিউটিক্যাস রিপ্রেজেনটেটিভ এসোসয়েশন(ফারিয়া) কে সরকার কর্তৃক স্বকৃতি প্রদান,৫ সাপ্তাহিক ছুটি সহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান।