ক্যান্সার নিউরো এক্টোডারমাল টিউমারে আক্রান্ত বিএমচরের অনুশীলন একাডেমীর শিক্ষার্থী শিফা’র পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক,মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা আকিত হোসেন সজীব।
তিনি বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে শিফা’র জন্য মানবিক সহায়তা চাওয়ার পোস্ট দৃষ্টিগোচর হলে, চিকিৎসা খরচের জন্য তার বাবার হাতে নগদ দশ হাজার (১০,০০০) টাকা প্রদান করি। সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মানবিক সহায়তা পাঠিয়েছেন আমার বড় ভাই,আরব-আমিরা প্রবাসী সাজ্জাদ সাঈদ।
এছাড়া তিনি সবাইকে ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী শিফা’র পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন। যোগাযোগ: জনাব শাহ আলম (শিফা’র বাবা), মোবাইল-01860017828.