নাটোরের গুরুদাসপুরে আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে পৌর আওয়ামীলীগের আয়োজনে এক বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় চাঁচকৈড় পৌর মুক্তমঞ্চ ময়দানে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাড. আনিসুর রহমান সরকার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আ. বারী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম মোল্লা, পৌর যুবলীগ সভাপতি তাহের সোনার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলনসহ আওয়ামীলীগ, যুুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আগামী পৌর নির্বাচনে শাহনেওয়াজ আলীকে আবারও আওয়ামীলীগের দলীয় প্রার্থী করার দাবি জানান। সকল ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকার আহবান জানান। সেইসাথে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সকলের প্রতি জোরদাবি করেন।