নাটোরের গুরুদাসপুরে উপ-নির্বাচনে আওয়ামীলীগের তিন প্রার্থী নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলে। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ৩ ওয়ার্ড মেম্বার শিতল আলী মারা গেলে ওই ওয়ার্ডে ৪জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করেন। এতে নুরুল ইসলাম ফুটবল প্রতীকে ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কার পেয়েছেন ৪৫৬ ভোট। চাপিলা ইউনিয়নের তেলটুপি ২নং ওয়ার্ড মেম্বার শমসের আলী মারা যাওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ৬৩১ ভোট পেয়ে সিহাব উদ্দিনের মোরগ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৭৮ ভোট।
মশিন্দা ইউনিয়নের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের মেম্বার মালেকা বেগম মারা গেলে ওই আসনে তার আপন বোন মর্জিনা বেগম তালগাছ প্রতিকে ১৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রওশন আরা বেগম হেলিকপ্টার মার্কা প্রতীকে পেয়েছেন মাত্র ২৭০ ভোট। বেসরকারি ভাবে ওই ফলাফল ঘোষনা করা হয়েছে।