নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আআওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.শাহনেওয়াজ আলী মোল্লা। এ নিয়ে তিনি টানা দ্বিতীয়বার দলীয় মনোনয়ন পেলেন । মুঠো ফোনে পৌর আআওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন জানা গেছে, আগামী ১৬ জানুয়ারী দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচন। দলীয় মনোনয়ন পেতে বর্তমান মেয়র শাহনেওয়াজ আলী ছাড়াও পৌর আআওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব ও ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান বাঁধন দলীয় মনোনয়ন পেতে জোরলবিং করে ছিলেন। সবাইকে পেছনে ফেলে শেষ হাসি হাসলেন বর্তমান মেয়র শাহনেওয়াজ আলী।