নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামে জমি-জমা সংক্রান্ত জেরে সিমানা প্রচীর ও রান্না ঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আওয়াল শাহ ও তার সহযোগিদের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগি নওশের আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগি নওশের আলী জানান, আমার বাড়ির সিমানা বিরোধ নিয়ে অভিযুক্তরা মাঝে মধ্যেই আমার জমি জোরপূর্বক দখল করে নিবে মর্মে হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে অভিযুক্ত আওয়াল শাহ সহ তার সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে আমার দেওয়া টিনের সিমানা প্রচীর ও রান্না করার ঘর ভাংচুর করে। এসময় আমার স্ত্রী হাজেরা বেগম নিষেধ করলে তাকে খুন জখম করবে মর্মে হুমকি প্রদান করে স্থান ত্যাগ করে চলে যান। এঘটনায় তার ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে মর্মে অভিযোগে উল্লেখ করেছেন। এ বিষয়ে অভিযুক্ত আওয়াল সিমানা প্রচীর ও রান্না ঘর ভাংচুরের বিষয় অস্বীকার করেন।
গুরুদাসপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।#