চকরিয়ায় জরাজীর্ণ বসতঘরের দেয়াল ধসে পড়ে মোঃ ইব্রাহীম নামের তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি দিনমজুর স্বামী ও প্রতিবন্ধী স্ত্রী দম্পতির দ্বিতীয় সন্তান।
মঙ্গলবার (২২ জুন) দিবাগত রাত ২টার দিকে খুটাখালী ইউনিয়নের দক্ষিণ পূর্ব নোয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিশুর পিতা আনছার উল্লাহ জানান, দুটি সন্তান জনক তিনি। দিনমজুরি করে কোনমতে সংসার চালান। স্ত্রীও মানসিক রোগি এবং প্রায় সময় সে ঘর থেকে বেরিয়ে যান। ঘটনার বেশ ক’দিন আগে থেকে তার স্ত্রী বাড়িতে ছিলেন না। মঙ্গলবার রাতে ভাত খাইয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন আনছার উল্লাহ। মধ্যরাতে হঠাৎ বিকট শব্দ শুনে তার ঘুম ভেঙ্গে যায়। তখন দেখতে পান তার এক সন্তানের উপর দেয়ালের অংশ ধসে পড়ে। এসময় তার শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। এসময় তারা দেখতে পায় শিশুটি আর বেঁচে নেই।
খুটাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দীন দেয়াল পড়ে শিশু মৃত্যুর ঘটনা সত্যতা জানান।
চকরিয়া থানা উপপরিদর্শক মনজুরুল ইসলাম জানান, রাতে বসত বাড়ির পুরাতন ঘরের মাটির দেয়াল ভেঙ্গে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এই বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।