কক্সবাজারের চকরিয়ায় নতুন সহকারি কমিশনার (এসিল্যান্ড) হিসেবে সদ্য পোস্টিং পাওয়া মো.রাহাত উজ জামান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
১৮ জুলাই রোববার তিনি প্রথম কর্মদিবস সুচনা করেছেন চকরিয়া উপজেলা ভুমি অফিসে। এরআগে তিনি বিদায়ী এসিল্যান্ড মো.তানভীর হোসেন এর কাছ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য গত ২৯জুন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত ৩৬৯ নম্বর স্বারকে জারিকৃত এক প্রজ্ঞাপনে কক্সবাজার জেলার আট উপজেলার মধ্যে ৬ উপজেলায় নতুন এসিল্যান্ড পদে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন করেন।