বৃহস্পতিবার (২৯জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরশহরের ২নং ওয়ার্ডের হালকাকারা বটগাছ তলা এলাকায় পানিতে ডুবে আবরারুল ইসলাম মারুফ নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া মারুফ ওই গ্রামের মো. নাজেম উদ্দিনের ছেলে।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম।
তিনি বলেন, টানা ভারীবর্ষণে ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে পৌরশহরের ২নং ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্ধি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সকাল দশটার দিকে শিশু মারুফের মা ঘরের মধ্যে কাজ করেছিল। তার অগোচরে বাড়ির উঠানে বন্যার পানিতে কোন একসময় পড়ে যায় শিশু মারুফ।
পরে তাকে ঘরের ভেতরে খোঁজাখুঁজির পর না দেখে তার মা ঘর থেকে বের হলে শিশুর মরদেহ উঠানের পানিতে ভাসতে দেখা যায়।
এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।