কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা মাজার সংলগ্ন বাজারে ডাকাত দল ফাঁকা গুলি বর্ষণ করে নগদ ৫ লাখ টাকা সহ বিভিন্ন মালামাল লুঠ করে নিয়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে ১৬ জুলাই এশারের নামাজের পর।
রিংভং ছগিরশাহ কাটা বাজারের দোকানদার মোজাফফর অাহমদের পুত্র মিনহাজ জানান, এশারের নামাজের পর তার দোকান সহ অন্যান্য দোকানের ব্যবসায়ীরা মালামাল বিক্রি করছিলেন। এ সময় তার এক অাত্বীয গরু বিক্রির টাকা জমা রেখে বাড়ীতে চলে যায়। হঠাৎ প্রায় ৯ টায় ১৫/২০ জন ডাকাত অস্ত্র- শস্ত্রে সজ্জিত হয়ে বাজারে ঢুকে এলোপাতাড়ী ফাঁকা গুলি বর্ষণ করতে থাকে। তখন প্রাণ বাঁচাতে উপস্থিত লোকজন দিকবিদিক পালিয়ে যায়। এরই ফাঁকে ৪ টি দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৫ লাখ টাকা, মোবাইল সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এদিকে খবর পেয়ে ডুলাহাজারা চেয়ারম্যান নূরুল অামিন চকরিয়া থানার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।