কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তৌফিকুল আলম বলেছেন, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢেমুশিয়াসহ চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচন সুষ্ঠ, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সর্বদা প্রস্তত রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে পরের যে কোন ধরণের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে। আসন্ন ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও সাধারন সদস্য প্রার্থীসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি প্রতিদ্বন্ধী প্রার্থীদেরকে নির্বাচনী আচরন বিধি যথাযথ প্রতিপালন, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য বিশেষ ভাবে নির্দেশনা প্রদানের পাশাপাশি যে কোন কিছুর বিনিময়ে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার বিষয়ে প্রতিশ্রুতি দেন। বুধবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি ও ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ। মতবিনিময় সভায় বিভিন্ন পদের প্রতিদ্বন্ধী প্রার্থী ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উস্থিত থেকে তাদের বক্তব্য উপস্থাপন করেন।