কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ১০ টি ড্রেজার ধ্বংস করা হয় এবং ২ জনকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়।
১৩ অক্টোবর (মঙ্গলবার) মোবাইল কোর্ট পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো, তানভীর হোসেন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় খোটাখালীতে ৮টি, ফুলছড়ি এলাকায় ১ টি এবং মেধাকচ্ছপিয়া এলাকায় ১ টি মোট ১০টি ড্রেজার ভেঙ্গে দেওয়া হয়৷ এসময় সরকারি কাজে বাঁধা দেওয়ায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করায় ২ জন ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়৷
এসিল্যান্ড তানভীর হোসেন বলেন, চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ১০ টি ড্রেজার ধ্বংস করা হয় এবং ২ জনকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য যে, চকরিয়া থানা এবং বনবিভাগ এ মোবাইল কোর্ট অভিযানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে৷