চকরিয়ার ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও মানুষের জীবিকার সাথে সামঞ্জস্য রেখে চকরিয়া পৌর কার্যালয়ের সামনে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ‘চিংড়ি ভাস্কর্য’। ভাস্কর্যটিতে তিনটি চিংড়ির প্রতিকৃতি স্থান পেয়েছে।
দৃষ্টিনন্দিত এই ‘চিংড়ি ভাস্কর্য’টি শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
তিনি বলেছেন, উদ্বোধনের পর এই ‘চিংড়ি ভাস্কর্য’টি সবার জন্য উম্মুক্ত থাকবে। মেয়র মোহাম্মদ আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার কাউন্সিলর, পৌর কর্মকর্তা, মিডিয়া কর্মীসহ বিভিন্ন দর্শনার্থীরা এই চিংড়ি ভাস্কর্যটির চিত্র তাঁদের নিজস্ব ফেসবুকে আইডিতে প্রচার করতে দেখা যাচ্ছে।