চকরিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা (মাদক) সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
১৮ জুলাই সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় চকরিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভাস্থ ০২নং ওয়ার্ড কক্সবাজার-চট্টগ্রাম গামী মহাসড়কের পুরাতন বাস ষ্ট্যান্ডের জনতা শপিং সেন্টার এর সামনে হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩,৬০০ (তিন হাজার ছয়শত) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে গণনা করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোস্তাফিজুর রহমান (৪৬), পিতা- মৃত আব্দুল আজিজ, সাং- আমিরাবাদ, (০১ ওয়ার্ড), থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম।
চকরিয়া থানার ওসি শাকের মো, যুবায়ের বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।