চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন উদ্যোক্তা মেলার দ্বিতীয় দিন শুক্রবার (১১ মার্চ) বিকেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ কতৃক চকরিয়া বিজয় মঞ্চ মাঠে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি জননেতা রেজাউল করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য জননেতা এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি এম,আর চৌধুরী, চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, উপজেলা তথ্য কর্মকর্তা রিফাত আরা জান্নাত, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, সাবেক ছাত্রনেতা ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ফয়জুল কবির, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, চকরিয়া পৌরসভার বিল্ডিং ইন্সপেক্টর রাজিফুল মোস্তফা চৌধুরী রাজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব ও আকিত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে অন্তরা সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবারের মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।