করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ১২৫ দরিদ্র পরিবারকে মানবিক সহায়তা (ত্রাণ) প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (১আগষ্ট) সকাল ১০টায় উপজেলার রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দুরত্ব রেখে এসব ত্রাণ বিতরণ করা হয়। সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসানের নির্দেশে ফোর ইষ্ট বেঙ্গলের অধীনে ঠাকুরগাঁও সেনা ক্যাম্পের কমান্ডার কাওসার রাসেদ সহ সেনা কর্মকর্তা ও সদস্যরা মানবিক ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন কাওসার বলেন, সেনাবাহিনীর প্রতিদিনের আহার থেকে কিছুটা সাশ্রয় করে দেশের মহামারীর কারনে কর্মহীন মানুষের ব্যবস্থা করছি আমরা।পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় এসব বিতরণ করা হবে।