ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় ২০ নভেম্বর
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসক, বিবাহ রেজিস্ট্রার ও মসজিদের ইমামগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুটি পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের যাকাত ফান্ড ও দরিদ্র সহায়তা তহবিলে সভাপতি আলহাজ্ব প্রকৌশলী জবাইদুর রহমানের সভাপতিত্বে ডায়াবেটিস হাসপাতালে প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ফয়জুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পীডাসের অর্থ সম্পাদক সলেমান আলী, নির্বাহী সদস্য ও যাকাত ফান্ডের সম্পাদক আলহাজ্ব ইলিয়াস আলী, গর্ভ ধারণ পূর্ব স্বাস্থ্যসেবা প্রকল্পের উপদেষ্টা অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আরজু মান্দ বানু, হাসপাতালের রেজিস্ট্রার ডাঃ কল্লোল কুমার কুন্ডু, মেডিকেল অফিসার ডাঃ অপু রায়, মেডিকেল অফিসার ডাঃ জসীম উদ্দিন সহ চিকিৎসকবৃন্দ,বিবাহ রেজিস্ট্রার ও মসজিদের ইমামগন বক্তব্য রাখেন।
আগামী ডিসেম্বরে নবনির্মিত ভবনের উদ্বোধন হবে।
মতবিনিময় সভায় অংশ গ্রহনকারীগন নবনির্মিত ভবন এবং গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন দেখে মুগ্ধ হয়ে তাঁরা সব রকম সহায়তা করার কথা বলেছেন।