ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মা ও ছেলের বিদ্যুতের স্পর্শে মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত্রে ঘটনাটি ঘটেছে। রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের ক্লিনিক পাড়ায়। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় বলিদ্বারা ক্লিনিক পাড়ার মনু মিয়ার ছেলে আব্দুল কাদের(৩২)নিজের পানির পাম্পে ফসলি জমিতে পানি নিতে গেলে পানির পাম্প দূর্ঘটনাবশত আগে থেকেই শর্ট সার্কিট হয়ে থাকায় টিউবলের পানি তোলার সময় শক লেগে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
ঘন্টাখানেক পরে কাদেরের মা আফরোজা বেগম (৫৫)ও তার নাতি মোঃ নুর(৫) পাম্পের ঘরে গেলে কাদের কে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্পর্শ করা মাত্রই। তিনিও ঘটনাস্থলেই বিদ্যুতের শক লেগেই সাথে সাথে পাম্পের ঘরেই মারা যান।বাবা ও দাদীকে মারা যেতে দেখেই শিশুটি এলাকার লোকজন কে খবর দিলে স্থানীয়রা মা ও ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে রাণীশংকৈল থানা পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে মিয়ে আসে।
এ বিষয়ে রানিশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, ঘটনা স্থল থেকেই মা ও ছেলের লাশ উদ্ধার করে বাসায় নিয়ে আসি। যেহেতু বিদ্যুতের শক লেগে মারা গেছে সেহেতু এ বিষয়ে কোনো মামলা হবে না এবং কারো উপর কোন সন্দেহ নেই।