ঠাকুরগঁও জেলা পুলিশ ৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকীতে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশ সুপার ঠাকুরগাঁও, জন্ম বাষিকি উপলক্ষে পরবর্তীতে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও ১ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রেসিডিয়াম সদস্য, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন মাহফুজার রহমান সহ অন্যান্য সরকারি অফিসের কমকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।