ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানায় কশালগাঁও গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার (৩০নভেম্বর) বিকেলে কশালগাঁও গ্রামের আব্দুল হান্নান এর স্ত্রী ৮ বছরের সন্তানের জননী সুরভি আক্তার (২৭) নামের এক মহিলার ঘটনা স্থলে মৃত্যু হয়।
এলাবাসী সূত্রে জানা যায়, নিহত সুরভি ব্যক্তিগত কাজে পার্শবর্তী রুহিয়ায় দেবর মিজান এর মোটরসাইকেল যোগে যান। আবার রুহিয়া থেকে ফেরার পথে রামনাথ খুটাখাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনা স্থলে সুরভির মৃত্যু হয়। আহত অবস্থায় মোটরসাইকেল চালক মিজান কে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম বলেন, সুরভি ও তার দেবর রুহিয়া থেকে ফেরার পথে রাস্তার গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনা স্থলে সুরভি আক্তার মৃত্যুবরন করেন, তিনি আরও বলেন ঘটনার সাথে সাথে রুহিয়া থানায় অবগত করা হয়। ঘটনা স্থলে রুহিয়া থানার এস আই মুনির হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ এসে মোটরসাইকেল জব্দ করে এবং পরিবারের সদস্যদের মতামত নিয়ে উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যর সাথে আলোচনা করে লাশ দাফন করার অনুমতি দেন।