নারী ফুটবল লীগ ২০২০-২১ এ লীগের মোস্ট ভেল্যুয়েবল খেলোয়াড় নির্বাচিত হলেন আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের ৮নং জার্সি ধারী সোহাগি কিসকু। প্লেমেকারে সব ধরনের গুণ আছে।
ছোটখাটো গড়নের ইম্প্যাক্ট খেলোয়াড় সোহাগি কিসকুর বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে।
রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম স্যারের হাতে গড়া সংগঠন, রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল ক্লাব থেকে উঠে আসা সোহাগী সহ অনেক মেয়ে খেলোয়াড় জাতীয় পর্যায়ে আমাদের এলাকার সুনাম কুড়াচ্ছে।
সত্যিই জাতীয় পর্যায়ে রাণীশংকৈল বাসী আমরা গর্ব করে বলার মত অনেক কিছুই পাচ্ছি অজোপাড়া গ্রামে গড়ে উঠা রাঙ্গাটুঙ্গির এই প্রমীলা ফুটবল দলের কল্যাণে।
এই সেই খেলোয়াড় প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করেন সোহাগী কিসকুকে।