কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল তেল ও মসলা জাতীয় বীজ উৎপাদন সংরক্ষণ ও বিপননে বিশেষ গুরুত্ব রাখায় ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ট কৃষক নির্বাচিত হয়েছেন রাণীশংকৈল উপজেলার কৃষক পয়গাম আলী। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা ও রাণীশংকৈল বিএম কলেজ ভোকেশনাল শাখার বিএসসি শিক্ষক।
সোমবার ২০২০-২০২১ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিপননের উপর বিশ্লেষণ করে শ্রেষ্ঠ কৃষক নির্বাচিতদের নাম ঘোষনা ও সনদ তুলে দেওয়ার লক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভা কক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা উপ-পরিচালক আবু হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত উপ-পরিচালক শামিমা নাজনীন নাইমুল হুদা সরকার জেলা প্রশিক্ষণ অফিসার সিরাজুল ইসলাম জেলা বীজ প্রত্যয়ন অফিসার আনিসুর রহমানসহ জেলা উপজেলার বেশ কিছু কৃষক। সভা শেষে জেলার শ্রেষ্ঠ ও ১ম কৃষক হিসাবে পয়গাম আলীর নাম ঘোষনা করেন জেলার কর্মকর্তারা। এসময় শ্রেষ্ট কৃষকের হাতে তারা সনদ ও পুরস্কার তুলে দেন।
এদিকে ১৭ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কক্ষে কৃষক পয়গাম আলী জেলার শ্রেষ্ঠ কৃষক নির্বাচত হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা তাকে সংবর্ধিত করেন। জেলার শ্রেষ্ট কৃষক পয়গাম আলীকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজুম মুন্না প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক তারেক আজিজসহ অনেকে।
কৃষক পয়গাম আলী বলেন, আমি জেলার শ্রেষ্ট কৃষক নির্বাচিত হয়েছি। গেলবারও হয়েছিলাম। এসব কৃষি অফিসার মহোদয়ের অবদান। তিনি আমাকে ডাল তেল মসলা জাতীয় ফসলগুলো চাষে উদ্ভুদ্ধ করেছেন। কারণ এ ফসল গুলো এখানে তেমন চাষাবাদ হতো না।