ঠাকুরগাঁও জেলা প্রবাসী সেচ্ছা সেবী সংগঠনের আয়োজনে রানীশংকৈল উপজেলার রাউত নগর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অসহায় গরীব দুখিদের মাঝে চাউল,ডাল,আলু,তেল সহ অন্যান্য খাদ্য দ্রব্য সামগ্রী বিতরন করা হয়।
১লা নভেম্বর বিকেল বিকেলে ঠাকুরগায়ের রানীশংকৈল রাউতনগর স্কুল এন্ড কলেজ মাঠে ঠাকুরগাঁও জেলা প্রবাসি সংগঠনের আয়োজনে দুবাই প্রবাসী প্রধান উপদেষ্টা কামাল,সংগঠনের সভাপতি মনির খান,মাল্দিপ প্রবাসী রুবেল খান,সৌদি প্রবাসী দুলাল,সৌদি প্রবাসী সমিরুল ইসলাম সহ অন্যান্য প্রবাসীদের আর্থীক সহায়তায় অসহায় গরীব দুখিদের মাঝে খাদ্য সামগ্রী উপকরন চাল,ডালআলু,ও নগদ অর্থ সহ জন প্রতি ৫/৬ হাজার টাকা করে ১৫ টি পরিবাড়ের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রাণীশংকৈল থানা অফিসার্স ইনচার্জ এস এম জাহিদ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এসব অসহায় গরীব,দুখি ও ছিন্নমুল পরিবারের মাঝে ত্রান সামগ্রী তুলে দেন, এবং এতিম খানার ৫০ জন এতিম ছাত্রদের মাঝে কুরআন শরিফ তুলে দেওয়া হয়।
এসময় উপস্হিত ছিলেন জয়নুল হক সমাজসেবক, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান,
সিরাজুল ইসলাম, দারুসুন্নাহ মাদ্রাসা এর পরিচালক, গ্রামডাঙ্গী,আব্দুল্লাহ জুবাইয়ের সমাজসেবক, নুর আলম সমাজ সেবক
সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদ কর্মি বৃন্দ।