সারাদেশের প্রতিটি জেলার আবৃত্তি শিল্পীদের সাথে এক মিলনমেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দিন ব্যাপী (২৭-৩১ জানুয়ারি)
বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২০২২ আজ শুভ উদ্বোধন করেন ।
প্রধান অতিথি হয়ে সারা দেশের প্রতিটি জেলার প্রায় পাঁচ হাজার আবৃত্তি শিল্পীর সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই প্রথম আবৃত্তি শিল্পী এবং শিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ইতিহাস হয়ে রইলেন তিনি।এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করেন শিল্পীরা। জমে উঠেছিলো ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ বাচিক শিল্পীদের মিলন মেলা।
বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক দেয়া শুরু হলো এবার থেকে।২০২০ এর পদক পেলেন বিশিষ্ট আবৃত্তি ও অভিনয় শিল্পী গোলাম মোস্তফা( মরণোত্তর), ২০২১ এর পেলেন সৈয়দ হাসান ইমাম ও আশরাফ আলী,২০২২ এ পেলেন কাজী মদিনা,জয়ন্ত চট্টোপাধ্যায়,ভাষ্কর বন্দ্যোপাধ্যায়। সকল শিল্পীরা ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বলেছেন জয় হোক আবৃত্তির।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, এডিসি মামন ভুইয়া,
অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, অধ্যাপক মনোতোষ কুমার দে,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক,জেলা প্রেসক্লাব সভাপতি মনসুর আলম, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক পার্থ সারথী দাস এবং বাচিক শিল্পী অনুপম মনি, অমল টিক্কু,প্রশান্ত বসাক,মেহদী
রাজু, রিক্তা, রাফি,ফারহানা কলি, ননীগোপাল প্রমুখ।