ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১৬ই জানুয়ারী২০২২ইং রোজ রবিবার দুপুর ২টায় রানীশংকৈল পীরগঞ্জে মহাসড়কে আবাদ তাকিয়া মাদ্রাসার সংলগ্ন পরিচয়হীন সিএনজি ধাক্কায় বিশিষ্ট ব্যবসায়ী ও আদর্শ কৃষক গোলাম মোস্তফা(৬০)ওরফে মোস্তফা শেট ঘটনাস্থলেই মারা যায়৷নিহত গোলাম মোস্তফা সহোদর গ্রামের মৃত দবির শেটের ২য় ছেলে। জানা গেছে,ঘটনার দিন দুপুর প্রায় ২টার দিকে মোস্তফা বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে তার গমক্ষেত পরিদর্শন করতে যাচ্ছিলেন পথিমধ্যে বাড়ির সামনে পাকা রাস্তা মহাসড়ক পার হবার সময় অজ্ঞাত পরিচয়হীন সিএনজি তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়।মাথায় প্রচন্ড আঘাত ও রক্তক্ষরণ নিয়ে তাকে পরিবারের লোকজন রানীশংকৈল হাসপাতালে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা ১ মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন রেখে যায়৷ রানীশংকৈল থানার এস আই প্রদীপ জানান,কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি এবং লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়৷ সন্ধা ৬,৩০মিঃ বৈলাগাজি সহোদর গৌরস্থানে মরহুমের জানাযা নামায ও দাফন সম্পন্ন হয়৷