মঙ্গলবার ২৭ জুলাই এই অসহায় শিশুদের বাড়িতে গিয়ে সমস্ত খোজ খবর নেন মানবিক উপজেলা চেয়ারম্যান মুকুল এবং চিকিৎসার জন্য অর্থ ও খাবারের ব্যবস্থা করে দেন তিনি।
এসময় তিনি বলেন শিশু গুলো অজ্ঞাত বিরল রোগে আক্রান্ত। ভালো চিকিৎসার জন্য যা অর্থ লাগবে সহযোগিতার আশ্বাস দেন তিনি এবং বলেন শিশুদের চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি বহন করবো।
শিশুদের মা কাজলি রাণী, উপজেলা চেয়ারম্যান কে বলেন, অন্যান্য শিশুর মত স্বাভাবিক জীবন ছিল তাদের। স্কুলে যেত, আবার বাবার কাজেও সহযোগীতা করতো। কিন্তু হঠাৎ এক বিরল রোগে আক্রান্ত চিকিৎসার অভাবে আজ প্রতিবন্ধী তিন ভাই।
প্রথম বড় ভাই রমাকান্ত (১৪) দ্বিতীয় শ্রেণিতে ছাত্র থাকা অবস্থায় এই রোগে আক্রান্ত হয়। তার পরে দ্বিতীয় ভাই জয়েন্ত (১২) বড় ভাইয়ের বয়সে এই রোগে আক্রান্ত হয়। আর তৃতীয় ভাই হরিদ্র (৮) সেই রোগে আক্রান্ত হওয়ার পথে। তিন ছেলেকে নিয়ে আমরা এখন পথে বসেছি।
এই তিন শিশু ঠাকুরগাঁওজেলা হরিপুর উপজেলায় ৩নং বকুয়া ইউনিয়নের বলিহন্ড গ্রামের শ্রী বাদুল সিংহ এর সন্তান। শেষ সম্বল বিক্রি করে দিনমজুর বাবা এখন সকলের কাছে সহযোগীতা প্রার্থনা করছেন শিশুগুলোকে বাচিঁয়ে রাখার জন্য।