বিভিন্ন দুর্নীতির অভিযোগে আদালতের আদেশে বন্ধ করে দেয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের বৈধতা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয়টির ২৯টি ক্যাম্পাসের সব শিক্ষার্থীর সনদের বৈধতা দেয়ার বিষয়ে সম্মতি দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। একইসাথে শিক্ষার্থীদের মূলসনদ ইস্যু করতে পরিচালনা পর্ষদের সদস্যদের তালিকা প্রস্তাব করতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের আশকোনা ক্যাম্পাসসহ ২৯টি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সনদে বৈধতা দিয়ে আদেশ করা হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি উপসচিক শামিমা বেগম জানান, ‘দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পরিচালক মাহমুদ আহমেদের অনুকুলে বৈধ ২৯টি ক্যাম্পাসের সব শিক্ষার্থীর সনদের বৈধতা দেয়ার সম্মতি দেয়া গেল এবং একইসাথে শিক্ষার্থীদের মূল সনদ ইস্যু কার্যক্রম পরিচালনা পর্ষদের ৩জন তালিকা প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’
জানা গেছে, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে পর্যন্ত অর্থাৎ ২০১৬ খ্রিষ্টাব্দের ১১ এপ্রিল পর্যন্ত ইউজিসি কর্তৃক অনুমোদিত সব বিষয়ে পাস করা শিক্ষার্থীদের সনদের বৈধতা দেয়ার জন্য গণবিজ্ঞপ্তি প্রদান ও মূল সনদ ইস্য করার জন্য পরিচালনা পর্ষদ গঠনের আবেদন করেছিলেন পরিচালক মাহমুদ আহমেদ। সে প্রেক্ষিতে এ আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
-দৈনিক শিক্ষা