দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ব্রেভ প্রকল্পের উদ্যোগে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সহনশীলতা বৃদ্ধির জন্য পৌরসভা এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোংলা পোর্ট পৌরসভার কনফারেন্স রুমে ১৫ সেপ্টেম্বর ২০২১, সকাল ১১ টায় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। এছাড়া পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন। ব্রেভ প্রকল্পের লক্ষ্য ও উদ্যেশ্য তুলে ধরে আলোচনা করেন প্রকল্পের সমন্বয়কারী নাজমুল হুদা মিনা। দি হাঙ্গার প্রজেক্টের মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান দি হাঙ্গার প্রজেক্টের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে সকলের সামনে তুলে ধরে উক্ত মতবিনিময় সভায় সকলকে আলোচনা করার জন্য আহবান জানান । উন্মুক্ত আলোচনায় সকলে এই উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সহনশীল অবস্থান তৈরির জন্য মাঠ পর্যায়ে সকল শ্রেণী পেশার লোকদের নিয়ে সভা/সেমিনার আয়োজন করার জন্য আহবান জানান । পাশাপাশি সহিংস চরমপন্থা প্রতিরোধে এটি একটি সময়পোযোগী কর্মসূচি বলে আখ্যায়িত করেন। উপস্থিত ধর্মীয় নেতা এবং শিক্ষকবৃন্দ তাদের স্ব স্ব প্রতিষ্ঠানে এই কার্যক্রম গুলো সমন্বয় করবেন বলে জানিয়েছেন। মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান তার সমাপনি বক্তব্যে বলেন-দি হাঙ্গার প্রজেক্টের সকল কার্যক্রম গুলো খুবই ইতিবাচক এবং বর্তমান পরিস্থিতিতে অত্যান্ত প্রয়োজনীয় । তিনি আরও বলেন- আমরা দি হাঙ্গার প্রজেক্টের পাশাপাশি নিজেদের এলাকা ভাল রাখার জন্য সকলে যার যার অবস্থান থেকে কাজ করবো । কারন, এটি আমাদের দায়িত্ব , আমাদেরকেই করতে হবে। তিনি সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।