কক্সবাজার চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভরামুহুরী মৌলভীর পাড়ার হাফেজ ওসমান গনি (বাহাদুর)’র স্ত্রী মমতাজ বেগম । প্রায় ১০ বছর পূর্বে লিভার ক্যানছার আক্রান্ত হয়ে আজ পর্যন্ত সে অর্থের অভাবে নিজ গৃহে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই সময় থেকেই তার জীবনে অমাবস্যার ঘনকালো অন্ধকার নেমে আসে। দীর্গ সময় ধরে চিকিৎসা চালিয়ে তার স্বামী এখন অর্থহীন হয়ে পড়ায় চিকিৎসা আর চালাতে পরছেনা।
বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতায় তার সুচিকিৎসা কঠিন হলেও হয়তো অসম্ভব নয়।
দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।
আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে উদ্যোগ নিলে হয়তো লিভার ক্যানচার আক্রান্ত মমতাজ বেগম আবারো ফিরে পেতে পারে তার স্বাভাবিক জীবন।
তার পরিবারের সাথে কেউ মানবিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চিকিৎসা চালালে হয়তোবা সৃষ্টিকর্তা তাকে সু্স্ত করতে পারে।
সাহায্যের জন্য যোগাযোগ ঠিকানাঃ
হাফেজ ওসমান গনি (বাহাদুর)
মোবাইল নং
০১৮২৫ ০৮০৩৬৬ (বিকাশ)
ভরামুহুরী মৌলভী পাড়া
৪নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা।