পঞ্চগড়ের বোদা উপজেলায় হালদা থেকে সংগ্রহ করা ৩৫ কেজি রুই, কাতলা ও মৃগের মাছের রেনু পোনা পুকুরে অবমুক্ত করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
শনিবার (১০ জুলাই) দুপুরে বোদা উপজেলার কুয়ারিমেইল পুকুরে হালদার থেকে সংগ্রহ করা ওই সব কার্প জাতিয় মাছের রেনু পোনা অবমুক্ত করেন।
রেলপথ মন্ত্রী বলেন, কার্প জাতিয় মাছ ছাড়াও দেশী জাতের মাছ যাতে হারিয়ে না যায় সে জন্য দেশী মাছ চাষে সকলকে এগিয়ে আসতে হবে। মাছ চাষে আমিষের চাহিদা পুরণে গুনগত মানসম্মত রোগ প্রতিরোধী অধিক উৎপাদন শীল জাতের মাছ চাষ করে পুষ্টির চাহিদা পুরণ ও বেকারত্ব দূর সহ আর্থিক ভাবে লাভবান হওয়া সম্ভব।
পোনা অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা মৎস্য কর্মকর্তা শাহ নেওয়াজ সিরাজি, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ- সভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রমূখ।