চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বুধবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্বাক্ষরিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ থেকে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আবু তাহেরের নেতৃত্বে নগরীর ৩১ ও ৩২ নং ওয়ার্ডে গণ-সংযোগ করা হয়।
এ সময় তারা নগরীর ৩১ ও ৩২নং ওয়ার্ডের সংলগ্ন বিভিন্ন বাজার ও আশপাশের এলাকায় মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন ও নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন এতে আরো উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম,মো: মিনহাজুল আবেদিন,যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান চৌং,আরেকুর রহমান আরেক,দপ্তর সম্পাদক আসিফ নেওয়াজ জিহান, সম্পাদক মণ্ডলীর সদস্য এনায়েত উল্লাহ সানি,মুমিনুল ইসলাম ইমন,ইফতেখার সবুজ,মুনতাসির রুবেল,এমরানুল হক ইমরান,অনুপম দত্ত,আসিফ বিন রশিদ,অরুপ সিনহা,মো:পারভেজ,মো:মিজানুর রহমান মিজান,সোহেল তালুকদার, মোহসেন আলম তূর্য,সৌরভ দেব শুভ,শফিউল আলম,সৈয়দ ইমতিয়াজ উদ্দিন,রাসেল ইকবাল সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আওতাভুক্ত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।