কক্সবাজারের পেকুয়ায় জয়নাল আবেদীনকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনার অন্যতম আসামি আমির হোসেন বুলুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) রাত ২টার দিকে শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সাপের গাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বুলু জয়নাল হত্যাকান্ডের পর থেকে দীর্ঘ দিন পলাতক ছিলেন। আমির হোসেন বুলু উপজেলার মগনামা ইউনিয়নের বহদ্দার পাড়া এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সাপেরগাড়া পাহাড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেকুয়া থানার একটি চৌকস দল । এই সময় জয়নাল হত্যা মামলার পলাতক আসামি আমির হোসেন বুলুকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে জয়নাল হত্যা মামলায় দীর্ঘ দিন পলাতক থাকা আসামি আমির হোসেন বুলুকে গ্রেফতার করায় মগনামায় কিছুটা স্বস্তি মিলেছে বলে জানান জয়নালের পরিবার ও স্থানীয় লোকজন। বাকি আসামীদেরও দ্রুত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের দায়ে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।