পেকুয়ায় জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের ২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ১ জনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
১৫ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন নাপিতখালীর সিকদারপাড়ার মৃত জাফর আহমদ সিকদারের পুত্র হাবিবুল্লাহ সিকদার (৪৫), নাপিতখালী পশ্চিমপাড়ার ছৈয়দ আহমদের পুত্র মো: কাইছার (৩৫)। এদের মধ্যে হাবিবুল্লাহ সিকদারকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জায়গা নিয়ে নাপিতখালী সিকদারপাড়ায় মৃত মোস্তাক আহমদ চৌং পুত্র ফয়সাল আকবর চৌং গং ও মৃত জাফর আহমদ সিকদারের পুত্র হাবিবুল্লাহ সিকদার গংদের মধ্যে বিরোধ চলছিল। ওই দিন সকালে হাবিবুল্লাহ ও তার ভাই সোহেলসহ আরো কয়েকজন লাঠিসোটা নিয়ে জমি দখল নিতে যান। এ নিয়ে ফয়সাল আকবর চৌং গং ও হাবিবুল্লাহ গংদের মধ্যে মারপিট হয়েছে। এ সময় উভয়পক্ষের ২ জন আহত হয়েছে। ফয়সাল আকবরের বড় ভাই হাবিবুল্লাহ সিকদার জানান, আমরা মারপিট করতে যায়নি। কাইছার আমাদের চাষা। সে জমিতে কাজ করছিলেন। তবে হাবিবুল্লাহ ও তার ভাই সোহেল এসে কাইছারকে মাথায় আঘাত করে। এ সময় কাইছার ও হাবিবুল্লাহর মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। এতে হাবিবুল্লাহও সামান্য জখম হয়।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।