পেকুয়ায় এক সৌদি প্রবাসীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরের দল ওই বাড়িতে ডুকে নগদ ১ লক্ষ টাকা ও স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান দ্রব্যাদি নিয়ে যায়।
২৭ অক্টোবর দিবাগত গভীর রাতে উপজেলার মগনামা ইউনিয়নের শরতঘোনা গ্রামের সৌদি প্রবাসী নুরুল আলমের বাড়িতে চুরির এ ঘটনা ঘটেছে। নুরুল আলমের স্ত্রী ফাতেমা বেগম জানান, আমি ভাগিনার বিয়ের দাওয়াত পেয়েছিলাম। ওই দিন রাতে আমি টইটংয়ে ছিলাম। আমার অনুপস্থিতির সুবাধে চোরের দল গভীর রাতে আমার বাড়িতে হানা দেয়। ঘরের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। আমার ভাসুর নুরুজ্জামানের বাড়িতেও চোর ডুকে। সেখান থেকে বেড়া কেটে আমার কক্ষে ডুকে পড়ে। নগদ ১ লক্ষ টাকা, দেড় ভরি স্বর্ণ ও ব্যাংকের চেকসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
ফাতেমার ভাসুর নুরুল কবির জানান, এর আগে আরও চারবার আমার ছোট ভাই নুরুল আলমের বাড়িতে চুরি হয়েছিল। এর আগে দুটি মোবাইল ও টাকা পয়সাও নিয়ে গিয়েছিল। ফাতেমার মা মনোয়ারা বেগম জানান, এটি চিহ্নিত ব্যক্তিরা করতেছে। আমার মেয়ের সাথে শত্রæতা করতেছে মূলত। শামশুল আলম, বদর আলম, গৃহবধূ জাবেরী বেগম, মোর্শিদা বেগমসহ আরো অনেকে জানান, কয়েকবার চুরি হয়েছে এ বাড়িতে। বেড়া কেটে ডুকে মালামাল নিয়ে গেছে। তারা জানান, খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ২৮ অক্টোবর বিকেলে আক্রান্ত বাড়িটি পরিদর্শন করতে গিয়েছিলেন।