পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে আলহাজ¦ জসিম উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত ৬ আগস্ট দিবাগত গভীর রাতের কোন সময়ে এ চুরি সংঘটিত হয়।
ভূক্তভোগী জসিম উদ্দিন জানান, আমি অসুস্থতার কারণে পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম শহরে অবস্থান করছি। সেই সুযোগে বাড়িতে কেউ না থাকা অবস্থায় আমার বসতবাড়ির রান্না ঘরের টিন কেটে চোরের দল ঢুকে পড়ে। এ সময় চোরের দল বাড়ির ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, বার্ণারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চোরের দল ঠেলাগাড়ী দিয়ে জিনিসপত্র পরিবহন করে বলে স্থানীয় সুত্র নিশ্চিত করেছে।
বিষয়টি আমি উপজেলা আ’লীগের সেক্রেটারী আবুল কাসেমকে মুঠোফোনে জানিয়েছি।