কক্সবাজারের পেকুয়ায় জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার নবগঠিত কমিটির আহবায়ক এইচ,এম নুরুল আবছার ও সদস্য সচিব বেলাল উদ্দিন প্রকাশ টুপি বেলালের নেতৃত্বে একটি টীম পেকুয়া-চকরিয়ার ক্ষমতাসীন দল আ’লীগের জাতীয় সংসদ সদস্য জাফর আলম বিএ (অনার্স) এমএ এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন। ২৯ এপ্রিল (শুক্রবার) জাতীয় শ্রমিকলীগ পেকুয়ার নেতৃবৃন্দরা সাংসদের সাথে বৈঠক করেছেন। চকরিয়া পৌরসভাস্থ সাংসদ জাফর আলমের বাসভবনে সৌজন্য স্বাক্ষাত হয়েছে। এ সময় জাতীয় শ্রমিকলীগ নবগঠিত পেকুয়া উপজেলা শাখার আহবায়ক পেকুয়ার রাজপথের অত্যন্ত পরিশ্রমী সংগঠক ও প্রতিবাদী নেতা এইচ্, এম নুুরুল আবছার ও নবগঠিত কমিটির সদস্য সচিব পেকুয়ার আরেক উদীয়মান তারুণ্য নির্ভর রাজনীতির ভবিষ্যত কর্ণধার বেলাল উদ্দিন প্রকাশ টুপি বেলালকে ফুলেল শুভেচ্ছা জানান সাংসদ জাফর আলম বিএ(অনার্স) এমএ। এ সময় সাংসদ নবগঠিত কমিটির ওই দুই নেতৃত্বকে বরণ করে নেন। তারা জাতীয় শ্রমিকলীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় পেকুয়ার সার্বিক বিষয় নিয়ে সাংসদের সাথে শ্রমিকলীগ নেতারা গুরুত্বপূর্ন আলোচনা ও পরামর্শমূলক মতবিনিময় সভায় মিলিত হন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবি মানুষকে একত্রিত করতে এ জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেছিলেন। শ্রমের ন্যায্য মজুরী ও শ্রমজীবি মানুষের পক্ষে অধিকার নিয়ে কথা বলার জন্য সাংসদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের পরামর্শ দিয়েছেন। এইচ, এম নুরুল আবছার ও বেলাল উদ্দিনের নেতৃত্বে জাতীয় শ্রমিকলীগের রাজনীতিতে গতিশীলতা ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান শক্তিশালী করতে সাংসদ নবগঠিত কমিটির নেতাদের পরামর্শ দিয়েছেন। এমনকি সব ধরনের সহযোগিতা ও রাজনীতিকে জোরদার করতে সাংসদের পক্ষ থেকে সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত সম্প্রতি জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলায় নতুন কমিটি গঠিত হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটিতে এইচএম নুরুল আবছার আহবায়ক ও বেলাল উদ্দিন প্রকাশ টুপি বেলালকে সদস্য সচিব করা হয়। জেলা শ্রমিকলীগের এক প্রেসনোট থেকে জানা গেছে, পেকুয়ায় ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক শফিউল্লাহ আনসারী স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।