পেকুয়ায় মো: আরিয়ান নামের ৩ বছরের শিশু সন্তানকে কুপিয়ে জখম করা হয়েছে। সে উপজেলার শিলখালী ইউনিয়নের সবুজপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে।
৯ জুলাই (শুক্রবার) সকাল ৮ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জায়গা জমি সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে জামাল হোসেনের পুত্র মনির উদ্দিন গং ও একই এলাকার মৃত বশির আহমদের পুত্র আবদু রহমান গংদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মৃত বশির আহমদের পুত্র আবদু রহমান, তার স্ত্রী মর্জিনা বেগম ধারালো দা দিয়ে ৩ বছরের শিশু আরিয়ানের মাথায় কুপ দেয়। এ সময় আরিয়ান রক্তাক্ত জখম হয়। এ সময় পিতা মনির উদ্দিন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। স্থানীয় আত্মীয় স্বজনরা ওই শিশুকে উদ্ধার করে পেকুয়া উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করে। তাছাড়া দুবৃর্ত্তরা শিশু পুত্র আরিয়ানের মা শাহিদা আক্তারকে কিল, ঘুসি, লাথি মেরে প্রাণে হত্যার চেষ্টা করে।
এলাকার সমাজ সর্দার মনজুর আলম জানান, প্রায় সময় তারা এ ভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। ওই এলাকার আবু ছালেক জানান, আবদু রহমানের স্ত্রী ও মেয়ে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে।
আবুল হোছাইন ও কুহিনুর আক্তার জানান, এ ভাবে নিষ্পাপ শিশুকে কুপিয়ে আহত করার ঘটনা ন্যাক্কার জনক। এদের যথাযথ শাস্তি হওয়া দরকার। স্থানীয় মেম্বার মাওলানা আবদুল মালেক জানান, ওই ঘটনা সম্পর্কে আমি অবগত। আমি চেয়ারম্যানের নির্দেশে এলাকায় গিয়েছি। উভয়পক্ষকে নিয়ে বৈঠক করে সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুর মা শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, আমার নিষ্পাপ শিশু সন্তানকে কুপিয়ে জখম করার ঘটনায় আমি প্রশাসনের নিকট সুষ্টু বিচার চাই।
এ ব্যাপারে আমি পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।