কুড়িগ্রামের ফুলবাড়ীতে আনুমানিক ৪০ বছর বয়সের এক অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবাগিশ চান্দের বাজার এলাকার একটি নির্জন বাগান থেকে গলায় রশি পেচানো ও গাছে ঝুলানো অবস্থায় পুলিশ ওই লাশটি উদ্ধার করে।
স্থানীয় আশরাফুল, আতিক ও ইউসুফ জানান, জুমার নামাজের পর বিদ্যাবাগিশ চান্দের বাজারের উত্তর পাশের একটি বাগানের ভেতর মেহগনি গাছের সাথে লাশ ঝুলতে দেখে স্থানীয় একজন চিৎকার শুরু করে। তার চিৎকারে অনেক লোকজন জড়ো হলেও সকলেই লাশের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত হয়নি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় অজ্ঞাত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।