চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ফ্রি-ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে সুজন (১৮) নামে এক তরুণের হাতে শহিদুল নিহত হয়েছেন। এ সময় শহিদুলের ছেলে ইলফাজ (১৬) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঈশ্বরচন্দ্রপুররে বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, একই গ্রামের আমজাদের ছেলে সুজন (১৮) , আশানুরের ছেলে জাকির (১৬) ও শহিদুলের ছেলে ইলফাজ (১৬) মোবাইল ফোনে অনলাইনে ফ্রি-ফায়ার গেমস খেলছিল। খেলার একপর্যায় জাকিরের সাথে সুজনের কথা কাটাকাটি হয়। জাকির ও ইলফাজ সম্পর্কে চাচাত ভাই হওয়ায় একপর্যায়ে ইলফাজ জাকিরের পক্ষে কথা বলায় সুজন ক্ষিপ্ত হয়ে জাকির ও ইলফাজকে মারধর করে। পরে ইলফাজের বাবা শহিদুল (৫৪) প্রতিবাদ করলে সুজন বাসা থেকে ছুরি এনে শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে। এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক আহত হন।
আহত শহিদুলকে ও তার ছেলে ইলফাজকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক শহিদুলকে মৃত্যু ঘোষণা করেন। আর ইলফাজকে চিকিৎসা সেবা দেয়া হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।