কক্সবাজারের মাতামুহুরিতে টানা ৫ দিনের অতিবৃষ্টিপাতে বন্যায় প্লাবিত পানিবন্দিদের পাশে দাঁড়িয়েছে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ।
৩০ জুলাই (শুক্রবার) বিকালে বিএমচর ইউনিয়নে ৪ শতাধিক বন্যার্ত পরিবারে মাঝে ত্রান বিতরণ করেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তানভীর।
মাতামুহুরি বন্যার পানিতে প্লাবিত গ্রামের সাধারণ মানুষ পানিবন্দি হয়ে অনাহারে দিনাতিপাত করছে। এই দুর্যোগ মোকাবেলায় তাদের মুখে দু’মুঠো খাবার তুলে দেওয়াই ছাত্রলীগের উদ্দেশ্য বলে জানান মাতামুহুরি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তানভীর । তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সদা আপামর জনতার সংকটে, সংশয়ে ও দুর্যোগে নিজেকে নিয়োজিত রাখবে।
বন্যায় কবলিত স্থানীয়রা ত্রাণ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেন, এই দুর্যোগে তারা হাঁটু পানিতে নেমে আমাদের হাতে খাবার পৌঁছে দিয়েছে। ছাত্রলীগের এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকুক।