দেশে আরো তিনটি নতুন উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হচ্ছে মাদারীপুর, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলায়।
সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন ৩টি নিয়ে দেশে উপজেলার সংখ্যা দাঁড়াচ্ছে ৪৯৫টি।
যে তিনটি থানাকে নতুন করে উপজেলা করা হচ্ছে সেগুলো হলো-কক্সবাজারের ঈদগাও থানা, মাদারীপুরের ডাসার থানা এবং সুনামগঞ্জের মধ্যনগর থানা। এ ছাড়া সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে।