মোংলার শিল্পী এম আই রাজুর গান ভাইরাল।ছোট বেলা থেকেই রাজুর গানের প্রতি ছিল প্রচন্ড ঝোক। খেলার মাঠের পাশা পাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ করতে দেখেছে মোংলা বাসি, কিন্তু তার ভিতরের এই সুপ্ত প্রতিভা প্রথম দেখলো মোংলাবাসি। নিজে গান লিখেন, নিজে সুর বাধেন এবং শেই গান নিজেই গান। এমন প্রতিভা সচারআচার সবার হয় না। প্রিয় মোংলাবাসি এমন প্রতিভা পেয়ে ধন্য।এম আই রাজুর তৃতীয় মৌলিখ গান “ভীষণ সখের পাখি” সাড়া তুলেছে মোংলার অলিতে, গলিতে, চায়ের দোকানে। তার প্রথম মৌলিক গান “শুধু তুই তুই ভাইরাল হয়েছিল। আমি ব্যাক্তি গত ভাবে এম আই রাজুর সাথে কথা বলি এবং জানতে চাই “শ্রতাতের জন্য আর কোন গান আসতেছে কি না? উত্তরে তিনি বলেন তার পরবর্তি গান “পরী তুই আপন” অডিওর কাজ শেষের দিকে। খুব শিগ্রহই শ্রতাদের মোন কাড়তে আসছে রোমান্টিক আরো একটি গান। এমন সাড়া দেখে আত্ববিস্বাস নিয়ে এম আই রাজু বলেন পরবর্তি গান আরো সুন্দর করে সাজানো হয়েছে শ্রতাদের জন্য। ইতি মধ্যেই “ভীষণ সখের পাখি” গান তরুণ প্রজন্মের ভিতরে সাড়া ফেলেছে।
গান: ভীষণ সখের পাখি
শিল্পী:এম আই রাজু
কথা ও সুর:এম আই রাজু
মডেল: মাহিয়া মিম# আনান খান
পরিচালক:ওয়াহিদ বিন চৌধুরী
ইউটিউব চ্যানেল IMB এ গানটি পাওয়া যাবে।