মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান উপলক্ষে মোংলার মাকোড়ঢন গ্রাম ৫০টি দৃষ্টিনন্দন ঘর নির্মান করা হয়েছে। ২০২০ সালের নভেম্বর মাসে সরকারি নির্দেশনা অনুযায়ি টাস্ফার্স কমিটির মাধ্যমে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদারের নেতৃত্বে সেমিপাকা ঘর গুলির নির্মান কাজ শুরু হয়। ২৩ জানুয়ারি শনিবার সকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল উদ্বাধনী অনুষ্ঠানের মাধ্যমে মোংলার ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবারের মধ্য মুজিববর্ষর উপহার হিসেবে ঘরগুলি প্রদান করবেন। একই সময় সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৬ হাজার ১ শো ৮৯ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২শতক জমি এবং ১টি সেমি পাকা ঘর মুজিববর্ষের উপহার হিসেবে প্রদান করবেন।
উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার জানান মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাকোড়ঢন গ্রামের মোংলা নদীর তীর ঘেঁষে নির্মিত হয়েছে ৫০টি সেমিপাঁকা ঘর। ”মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান” প্রকল্পর আওতায় জেলা পর্যায় ডিসি এবং উপজেলা পর্যায় ইউএনও কে আহ্বায়ক করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় গৃহ নির্মান কাজ বাস্তবায়ন করছে। প্রতিটি ঘরে রয়েছে ২টি কক্ষ, ১টি রান্না ঘর, এবং ১টি টয়লেট ও সামনের দিকে টানা বারান্দা। স্থানীয় ইউপি সদস্য হারুন মল্লিক জানান লাল সবুজ এবং নীল টিন, অফ-হোয়াইট কালারের দেয়ালর সম্বন্ধ ঘর গুলি দষ্টিনদন ও মনামুগ্ধকর হয়েছে। ঘর পাওয়ার সুবিধাভোগী তালিকায় থাকা চাঁদপাই ইউনিয়নের মাকোড়ঢন গ্রামের আঃ রহিম শেখ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে মাথা গোঁজার ঠাই হতে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য ভূমিহীন-গৃহহীন পরিবারের পক্ষে থেকে প্রাণভর দোয়াকরি মহান আল্লাহ তায়ালা যেন সুস্থ রাখেন এবং ভালো রাখেন। উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার ঘর বিষয়ে বলেন মাননীয় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এবং উপজেলা পরিষদর সার্বিক সহযাগিতা ও পরামর্শ স্বছতা এবং সততার সাথে শতভাগ মান বজায় রেখে গৃহ নির্মান কাজ সর্বশেষ পর্যায় রয়েছে। উল্ল্যখ্য সরকার দুই ক্যাটাগরিতে ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা ইতিমধ্যে তৈরি করছে। এর মধ্য ’ক’ শ্রেণীতে অর্থ্যাৎ ভূমিহীন ও গৃহহীন ২ লাখ ৯৩ হাজার ৩৬১টি পরিবার এবং ’খ’ শ্রণীত অর্থ্যাৎ জমি আছে কি ঘর নই এমন রয়েছে ৫লাখ ৯২ হাজার ২৬১টি পরিবার। যাদের সবাইকে পর্যায়ক্রমে মুজিব শতবর্ষ উপলক্ষে সেমিপাকা ঘর উপহার হিসেবে প্রধান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।###