বাগেরহাট সদর উপজেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের মহীয়সী মাতা মরহুমা মোছাঃ কুলছুল বেগম এর বিদায়ী আত্বার মাগফিরাত কামনায়, দোয়া ও মিলাদ মাহফিলে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করে, মোংলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, শেখ আল-মামুন, সোমবার আছর বাদ এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উক্ত অনষ্ঠানে সভাপতিত্ব করেন. শেখ আল-মামুন, সাধারণ সম্পাদক, মোংলা পৌর যুবলীগ, মিলাদ শেষে সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ ও করোনা কালীন সময় স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।