মোংলা প্রেস ক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। মোংলা প্রেস ক্লাবে’র সাবেক সভাপতি এইচ,এম,দুলাল এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মোঃ নুর আলম শেখ এর
সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার।বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা থানা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন।
রবিবার (১৫ আগষ্ট) মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজী, মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম দুলু,মোঃ মনির,বায়জিদ হোসেন,মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বিচার শুরু হয়েছে। এখনও যারা আইনের আওতায় আসেনি, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মনিরুজ্জামান মনির।