চাঁদপুরের শাহরাস্তিতে ১০ম শ্রেণীর স্কুলছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে অপহৃত তরুণীকে উদ্ধার করে জবানবন্দির জন্য আদালতে উপস্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- কচুয়া উপজেলার কলমিয়া গ্রামের ইব্রাহীম খলিল আহাদ (২৩), জামাল হোসেনের ছেলে সোহান (২৫), একই উপজেলার পাড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো: হাসান (২৭) ও শফি উল্যাহর ছেলে শাহাদাত হোসাইন (২১)।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, ৩০ জুন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রায়েরবাগ গ্রামের এক স্কুলছাত্রীকে কোচিং থেকে ফেরার পথে কচুয়া উপজেলার কলমিয়া গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে ইব্রাহীম খলিল আহাদ ও তার সহযোগীরা অপহরণ করেন। এ ঘটনার পর ভিকটিমের পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ছয়জনকে আসামি করে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করে।
বুধবার ভোরে শাহরাস্তি থানা উপ-পরিদর্শক (এসআই) মো: আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। এ সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল মান্নান জানান, গ্রেফতাদের কারাগারে পাঠানো হয়েছে। আর ভিকটিমের জবানবন্দির জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।