আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রদূত ও প্রেসিডিয়াম সদস্য, প্রয়াত জননেতা আতাউর রহমান খান কায়সার এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর ( রবিবার) আরব আমিরাতের বি এন্ডবি রেস্টুরেন্টে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু তৈয়ব মোহাম্মদ রাসেল এর সঞ্চালনায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম ওয়াসিকা আয়শা খান এম.পি,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই এর সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সহ-সভাপতি তাজউদ্দীন আহমদ, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার আহমেদ, দুবাই যুবলীগের সভাপতি শিমুল মোস্তফা, বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর, দপ্তর সম্পাদক, মিজান, প্রচার সম্পাদক মোহাম্মদ নাছির, শারজা যুবলীগের সভাপতি ইন্জিনিয়ার এনামুল হক, দুবাই যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাসান মুরাদ প্রমূখ।
সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন শাওখাত মাহমুদ, ইলিয়াস দিদার, মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম।