কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর, সংবাদপত্র এজেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
২৫ অক্টোবর (রবিবার) বিকেল ৩:৩০ ঘটিকার সময় তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পরিবার সূত্রে জানা যায়, ক’মাস ধরে তিনি নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারী করা হয়। এতে তাঁর শরীরের অবস্থার অবনতি ঘটে।
২৬ অক্টোবর (সোমবার) সকাল ১০ ঘটিকার সময় লক্ষ্যারচর কাসিম আলী সিকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের ছোট ভাই অধ্যাপক নাছির উদ্দিন।
এদিকে জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ওও সামাজিক সংগঠন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হকসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।