সাভার আশুলিয়ার বিভিন্ন স্থানে নামে বেনামে অফিস নিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে চাকুরী দেওয়ার নাম করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভারে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৪ নবীনগর ক্যাম্প। ২৪শে নভেম্বর মঙ্গলবার রাতে সাভারের ডগরমোড়া এলাকার মমতাজ ভিলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। র্যাব জানায়, সাভারের ডগরমোড়া এলাকায় মমতাজ ভিলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে আল হামি প্রাইভেট নামের একটি কোম্পানী বিভিন্ন কারখানায় মানুষকে সিকিউরিটি গার্ডে চাকুরী দেওয়ার নাম করে একটি অফিস পরিচালনা করেন মোঃ দুলাল । পরে প্রতারক চক্রটি বিভিন্ন স্থানে চাকুরীর নিয়োগ দিয়ে ব্যানার ফেস্টুন টানিয়ে বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখে গ্রামের খেটে খাওয়া মানুষ গুলো গ্রামে কাজ না থাকায় না বুঝে কোম্পানিতে চাকুরীর জন্য আসে আর প্রতারক চক্রটি বিভিন্ন কারখানায় অসহায় ব্যক্তিদের চাকুরী দেওয়ার নাম করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে ভুক্তভোগীরা চাকুরী না পেলে র্যাব-৪ এর কাছে অভিযোগ করলে র্যাব তদন্ত শেষে মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে।
আরও জানা যায় ঐ দুলালের আশুলিয়া ইউনিক বাস ষ্টান্ড এ মীম ফোর্স নামে আরও একটি প্রতিষ্টান আছে সেখানে চাকুরী দেওয়ার কথা বলে সাধারণ জনগণের কাছ থেকে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নেয় এবং দুটি বাড়ির মালিক ও একটি প্রাইভেট কার ক্রয় করেন। সামান্য দু- তিন বৎসরে এতো টাকার উৎস কোথায় এবং কি করে সম্ভব, তাই প্রসাশনের নিকট সাধারণ জনগণের দাবি এদের অফিসের খুটিনাটি খুতিয়ে দেখে অপরাধির সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো সাধারণ জনগণ প্রতারক চক্রের খপ্পরে না পড়তে হয়। আটক চার প্রতারক হলো নুসরাত জাহান সিনথিয়া, আমিরুল ইসলাম, ফাহিম রহমান ও দুলাল মিয়া। এ সময় র্যাব একটি প্রাইভেট কার, মোটরসাইকেল, ল্যাপটপসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেন। এ বিষয়ে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেl